কর্ণফুলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার এ জে চৌধুরী কলেজ মাঠে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চরলক্ষ্যা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম জুলধা ইউনিয়ন ইউনিয়ন একাদশ। শেষ পর্যন্ত টাইব্রেকারে চরলক্ষ্যা ইউনিয়ন ফুটবল একাদশকে ৩–২ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে জুলধা ইউনিয়ন ফুটবল একাদশ।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ইউএনও মামুনুর রশীদ এর সভাপতিত্ব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা মমতাজ, সহকারী কমিশনার (ভূমি) পিষুষ কুমার চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, জসিম উদ্দিন চৌধুরী, শাহ আলম, জালাল আহমদ রফিক আহমদ, হারুন উর রশিদ, কামাল আহমদ রাজা, রফিক আহমদ চেয়ারম্যান, আবদুল মান্নান খান, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আবিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিন মানিক, ক্রীড়া সংগঠক আদর্শ মুছা, এম এ রহিম ও ফরহাদ হোসেন প্রমুখ।