কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চরলক্ষ্যা ইউনিয়ন ফুটবল একাদশ। কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল সোমবার বিকেলে চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় চরলক্ষ্যা ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে শিকলবাহা ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ের কোন দল গোল করতে পারেনি। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন বিজয়ী দলের গোলকিপার দিদার ও সেরা গোলদাতা হন শিকলবাহার আরাফাত। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা। টুর্নামেন্টের মিডিয়া কমিটির সমন্বয়ক মো. নুরুল হক চৌধুরীর সঞ্চালনায় কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মুহাম্মদ সেলিম হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব চৌধুরী, শিকলবাহার প্যানেল চেয়ারম্যান শফিউল আলম মেম্বার, হাফেজ শাহ আলম, এম. মহিউদ্দিন মুরাদ, মো. মহিউদ্দিন, মো. নুরুচ্ছফা, সামশুল আলম মেম্বার, ফোরকান মেম্বার, সাইফুদ্দিন মানিক, শেখ মুহাম্মদ, ফরিদ, ফরহাদ, মোরশেদ আলম পাপপু, আকরাম হোসেন রানা, সিদ্দিক বাবু, মামুন, আরমান, সোহেল, মবিন, আজিজ প্রমুখ।