কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চরলক্ষ্যার জয়

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩০ মে, ২০২১ at ১১:৩৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলায় চরলক্ষ্যা ইউনিয়ন ২-০ গোলে জুলধা ইউনিয়নকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে দুটি গোল করে চরলক্ষ্যা ইউনিয়ন একাদশ। বিজয়ী দলের পক্ষে রবিউল আউয়াল ইকন এবং আজিজুর রহমান গোল করেন। কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সঞ্চালনায় এ খেরায় প্রধান অতিথি ছিলেন জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা টিম ম্যানেজার সাইফুদ্দিন মানিক, উপজেলা টীমের কোচ এম. এ রহিম, সাবেক ফুটবলার ও বাছাই কমিটির সদস্য শেখ মুহাম্মদ, ফরিদ। খেলা শেষে জয়ী দল চরলক্ষ্যা একাদশের সাথে গত শুক্রবার উদ্বোধনী খেলায় জয়ী দল শিকলবাহা ইউনিয়ন একাদশ এর মধ্যে টস করা হয়। টসে জয়ী হয়ে চরলক্ষ্যা ইউনিয়ন একাদশ সরাসরি ফাইনাল খেলবে এবং টসে পরাজিত দল বড়উঠান ইউনিয়ন একাদশের সাথে সেমিফাইনাল খেলবে বলে টুর্নামেন্ট কমিটি জানায়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত