কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২৩ জুন শুরু

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে আগামী ২৩ জুন মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব১৭ বালক ফুটবল টুর্নামেন্ট। উপজেলার এ জে চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ওইদিন বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। এ উপলক্ষে গত ১৪ ও ১৫ জুন সকালে উপজেলার পাঁচ ইউনিয়নের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (ইউএনও) মো. মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, উপজেলা যুব ও ক্রীড়া অফিসার এনামুল হক সরকার, বাছাই কমিটির সদস্য শেখ মুহাম্মদ এম এ রহিম, ফরহাদ জিতু, আজগর পাপন, অফিস কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসুপার ফোরে জয় দিয়ে শুরু পাথরঘাটা দূর্বারের
পরবর্তী নিবন্ধআবুরখীলে সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দুটি সেমিফাইনাল আজ