কর্ণফুলীতে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

 

 

কর্ণফুলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত রোববার উপজেলার মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয় মাঠে কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা। উদ্বোধনী খেলায় চরলক্ষ্যা ইউনিয়ন ফুটবল একাদশ টাইব্রেকারে ৪৩ গোলে শিকলবাহা ফুটবল একাদশকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে। এর আগে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সহসভাপতি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা নিশি, চরলক্ষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোলাইমান তালুকদার, জুলধা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, পরিচালনা কমিটির সাইফুদ্দীন মানিক, এম এ রহিম, মো. ফরহাদ জিতু, উপজেলা ক্রীড়া সংস্থার টেকনিক্যাল ডাইরেক্টর মো. ফরহাদ হোসেন। উল্লেখ্য এবারের আসরে উপজেলার ৫ টি ইউনিয়নের মোট ১০০ জন খেলোয়াড় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আজ ১৮ মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ কী করে দেখতে আগ্রহী লংকান কোচ
পরবর্তী নিবন্ধঢাকা চট্টগ্রামের সাংবাদিকদের নিয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ