কর্ণফুলীতে ফার্মেসিতে ডেকে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

কথিত চিকিৎসক আটক

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি ফার্মেসিতে ডেকে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কথিত চিকিৎসক মো. মিজানুর হক ক্বারীকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সৈন্যরটেক এলাকার গাউছিয়া মঈনিয়া হোমিও ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত মো. মিজানুর হক ক্বারী (৫৫) বাঁশখালী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে চরপাথরঘাটা এলাকায় বসবাস করেন। তিনি ঘটনার স্থল গাউছিয়া মঈনিয়া হোমিও ক্লিনিকের পরিচালক এবং স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে।

ভুক্তভোগী শিশুর পিতা আবদুর রহিম অভিযোগ করে বলেন, সকালে তার মেয়ে ছোট ভাইকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ডেকে তার চেম্বারে নিয়ে যান।

পরে মেয়েটি বাসায় ফিরে ঘটনা জানালে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ভুক্তভোগী শিশুও পরিবারের কাছে অভিযোগের কথা জানায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার পর বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার চরপাথরঘাটা এলাকার খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের আগমনী বার্তায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
পরবর্তী নিবন্ধ২৫ জানুয়ারির জনসভাকে সফল করতে পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা