কর্ণফুলীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৩ জুলাই, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ঈদ পুনর্মিলনী উপলক্ষে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ও বোয়ালখালী গোমদন্ডী ফুটবল একাডেমির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দু’দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ১১ গোলে ড্র হয়েছে। কালারপোলের পক্ষে মোহাম্মদ রাসেল ও বোয়ালখালীর পক্ষে মোহাম্মদ জামাল গোল করেন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির সভাপতি ক্রীড়া সংগঠক এম এ রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ জিতুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক। বিশেষ অতিথি ছিলেন কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির কোচেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, মো. সোহেল টিপু, সহসভাপতি আব্দুল কাদের পিন্টু, ক্রীড়া সংস্থার সিঃ সহসভাপতি মো. ওয়াসিম, রেফারি মোহাম্মদ টিপু, মোহাম্মদ হারুন, সাইফুল ইসলাম, ফৌজুল আজাদ চৌধুরী, শহিদুল ইসলাম রনি, মোহাম্মদ ইয়াছিন, মো. মিরাজ সিকদার, মো. ইফতিহার ইরফাত ও কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির টেকনিক্যাল ডাইরেক্টর মো. ফরহাদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকারাতে কমিটি গঠনে মুক্তবিহঙ্গ ক্লাবের সভা
পরবর্তী নিবন্ধসাধনপুরে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন