কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার অবৈধ ও নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন জায়গায় কম্বিং অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বেহুন্দি মশারী ও চরঘেরা জাল করেন। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে। এসময় তাকে সহয়তা করেন সদরঘাট নৌ পুলিশ সদস্যরা। পরে জব্দকৃত আড়াই লাখ টাকার এসব অবৈধ জাল কর্ণফুলী উপজেলার জুলধা ১১ নম্বর মাতব্বর ঘাট এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়।
এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, কর্ণফুলী নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল বেহুন্দি, মশারী, চরঘেরা ইত্যাদি নির্মূলের মাধ্যমে নদীর প্রাকৃতিক মৎস্য ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ তিনটি বেহুন্দি জাল এবং চারটি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালসমূহ পরবর্তীতে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তিনি জানান, এটি তৃতীয় ধাপের কম্বিং অপারেশন। চলতি বছর মোট চারটি ধাপে কম্বিং অপারেশন পরিচালিত হবে।