কর্ণফুলীতে পূর্বশক্রতার জের ধরে রাজমিস্ত্রীর কন্ট্রাক্টর আবদুল্লাহ্ আল মামুন (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে ও কুপিয়ে গুরুত্বর জখম করার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত আবদুল্লাহ আল মামুনের স্ত্রী তাসলিমা আকতার কর্ণফুলী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। এতে প্রধান আসামী করা হয়েছে চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান পাটোয়ারীকে। এছাড়াও অন্যান্য আসামীরা হলেন খোয়াজনগর গ্রামের মো. হৃদয় পাটোয়ারী, হাসান আহমেদ, তারেক পাটোয়ারী ও জাহাঙ্গীর পাটোয়ারী । পুলিশ এ ঘটনায় ইমরান, তারেক ও হাসানকে গ্রেপ্তার করেছে। ঘটনার সত্যতা জানিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ দৈনিক আজাদীকে বলেন, অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে আমাদের পাওয়া তথ্যমতে রাজমিস্ত্রী আবদুল্লাহ আল মামুনকে কুপানোর ঘটনায় গত রমজানের ঈদের পূর্বে এক যুবককে কুপিয়ে হাত কেটে নেওয়ার ঘটনার জের থাকতে পারে। এ নিয়ে এলাকায় দু’পক্ষ একপক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা করছে। আশাকরি তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে পারব।