কর্ণফুলীতে পুলিশের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ২৮ মে, ২০২৫ at ১০:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. মোশাররফ হোসেন (৩৫) উপজেলার শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের দরবার পাড়া এলাকার পুরান অহিদ্যার বাড়ির মো. শহীদের ছেলে। তিনি মামলার ৮ নম্বর আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরীফ। তিনি জানান, মঙ্গলবার (২৭ মে) দুপুরে শিকলবাহা কলেজ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরো বলেন, “পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি মোশাররফ হোসেন কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।” এর আগে মামলার ১০ নম্বর আসামি মো. সাগর (২৫) গ্রেপ্তার হয়।

উল্লেখ্য, গত ১৭ মে মধ্যরাতে শিকলবাহা কলেজ বাজারের জামাল পাড়া এলাকায় পুলিশের একটি অভিযানের সময় দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় থানার ওসি ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গুরুতর আহত হন।

পরবর্তীতে ১৯ মে কর্ণফুলী থানায় পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে, যার নম্বর ২৮।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বিজিএমইএ নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ‘ডেভিল অভিযানে’ ডা. মুজিব গ্রেপ্তার