কর্ণফুলীতে পুকুর থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৪:৩২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি পরিত্যক্ত পুকুর থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চরপাথরঘাটা ব্রীজঘাট এস আলম মাঠের ভেতরে পরিত্যক্ত একটি ছোট পুকুর থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মোটরসাইকেল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মো. মোবারক হোসেন।

পুলিশ জানিয়েছে, ওই পুকুরে মোটরসাইকেল আছে এমন খবরে সেখানে তল্লাশি চালিয়ে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এসব মোটরসাইকেল সদরঘাট ডাম্পিং স্টেশন থেকে লুট করা হয়েছিল।

থানার সেকেন্ড অফিসার মোবারক হোসেন বলেন, ব্রীজঘাট এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেগুলো থানায় এনে আইনি প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে কাটা হলো অর্ধশতাধিক গাছ