কর্ণফুলীতে পুকুরে ভেসে ওঠল কিশোরের লাশ

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পুকুর থেকে শুভ আহমেদ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত কিশোর নোয়াখালীর হাতিয়া উপজেলার ছিদ্দিক আহমদের ছেলে। তবে সে ছোট বেলা থেকে চরলক্ষ্য নিমতলা গ্রামে তার নানার বাড়িতে বসবাস করতো। নিহত শুভ ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিসের নাতি। জানা যায়, সকালে গ্রামবাসীরা পুকুরে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ইউপি সদস্য জসিম বলেন, ‘বুধবার থেকে আমার নাতিকে পাওয়া যাচ্ছিল না। সকালে পুকুরে লাশ ভেসে ওঠার খবর পাই। বিষয়টি খুবই মর্মান্তিক।’

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটি পানিতে ডুবে মারা গেছে। তবে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, নিহত শুভ বুধবার নোয়াখালীর হাতিয়ায় নিজ বাড়িতে যাওয়ার জন্য গোসল করতে গেলে নিখোঁজ হয়। পরদিন সকালে পুকুরে তার লাশ ভেসে ওঠে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পালিত হল আধা বেলা সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধজাতিসংঘে তিন নাশকতার তদন্ত দাবি ট্রাম্পের