কর্ণফুলীতে পুকুরে ভাসছিল কিশোরের লাশ

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুর থেকে মো. শুভ (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম।

নিহত শুভ নিমতলা সেগুন বাগা এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে। ও স্থানীয় ইউপি সদস্য মো. জসিম নাতী।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে স্থানীয়রা পুকুরে ওই কিশোরের ভাসমান লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হচ্ছে কয়েকদিন আগে ইউপি সদস্য জসিম মেম্বার এক সভায় মাদকের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটতে পারে।

চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জসিম বলেন, গতকাল থেকে আমার নাতীকে পাওয়া যাচ্ছিল না। লাশ পাওয়ার খবর শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। তবুও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে
পরবর্তী নিবন্ধকক্সবাজারে সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক