কর্ণফুলীতে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৪:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে পানিতে ডুবে মিজবাহ উদ্দীন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় উপজেলার বড়উঠান (৯ নম্বর ওয়ার্ড) পশ্চিম ডাকপাড়া এলাকার জমিয়াতুল মামুর জামে মসজিদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজবাহ উদ্দীন ওই এলাকার আশার বাপের বাড়ির শামসুল আলম মিস্ত্রির ছেলে। মিসবাহ উদ্দীন ডাকপাড়া এলাকার আল মোস্তফা (স:) ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার নার্সারির ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত শিশুর পিতা মোহাম্মদ শামসুল আলম মিস্ত্রি। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু মিজবাহ খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।

পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে আনোয়ারা হলি হেলথ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজবাহ উদ্দীনকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান বলেন, যখন তাকে খোঁজ করে পাওয়া যাচ্ছিল না, পুকুরের সিড়িতে গিয়ে মিজবাহর জুতা দেখে মুরব্বিরা আমাকে পুকুরে নামতে বলে। আমিও পুকুরে নেমে তাঁকে খুঁজাখুঁজির এক পর্যায়ে আমার পায়ের সাথে ওর দেহ লাগে। তখন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আল মোস্তফা (স:) ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ নুর উদ্দিন রুবেল বলেন, আমার মাদ্রাসার শিক্ষার্থী মিজবাহ সকালে মাদ্রাসায় আসে। দুপুর বারোটায় তাঁকে ছুটি দেওয়া হয়। পরে বিষয়টি শুনে খুবই মর্মাহত হয়ে পড়েছি। এমন মৃত্যু কখনো কাম্য নয়।

কান্নারত অবস্থায় শিশু মিজবাহর পিতা শামসুল আলম মিস্ত্রি বলেন, আমি কাজে ছিলাম। হঠাৎ ফোনে বিষয়টি শুনে যেন আকাশ থেকে চাঁদ ভেঙে পড়ে। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধআটক ৫ বাংলাদেশি জেলেকে ফেরত দিল আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধজলদস্যুর কবলে আনোয়ারার ৬ মাছ ধরার ট্রলার, গুলিবিদ্ধ ১