চট্টগ্রামের কর্ণফুলীতে পুকুরে ডুবে মোঃ হাবিব নওশাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বোন জাইমা সুলতানা নওশিন (৪) চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বড়উঠান (৭ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর সুন্ধবী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার মৌলানা আসরাফ আলী শাহ বাড়ির মো. আব্দুল মোনাফের ছেলে এবং মেয়ে নওশিন চিকিৎসাধীন রয়েছে। শিশু নওশাদ স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। তার বোন এখনো স্কুলে ভর্তি হয়নি বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুর সঙ্গে খেলছিল দুই শিশু একপর্যায়ে সবার অগোচরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। তাদের দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে তাদের ভাসতে দেখে স্বজনেরা। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু নওশাদকে মৃত ঘোষণা করেন। এবং নওশিন চিকিৎসাধীন আছেন।
শিশুর পিতা আবদুল মোনাফ বলেন, আমরা নতুন বাড়ি করেছি এখন সেখানে বসবাস করি। ছেলে মেয়েরা পুরাতন বাড়ি গিয়ে খেলাধুলা করছিল সেখানেই তারা পুকুরে পড়ে যায়।
এদিকে এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।