কর্ণফুলীতে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী নুরুল আমিন ওরফে টিটু (৩৫) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ। গ্রেপ্তার টিটু শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্ষা বড় বাড়ির নুরুল ইসলামের ছেলে। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। টিটু এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, পুলিশের ওপর হামলা মামলার পাশাপাশি টিটুর বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে ২টি, চাঁদাবাজির ১টি এবং কোতোয়ালি থানায় মাদক আইনে আরও ১টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মে গভীর রাতে শিকলবাহা কলেজ বাজার জামালপাড়ায় পুলিশের অভিযানে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় কর্ণফুলী থানার ওসি ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গুরুতর আহত হন। এ ঘটনায় গত ১৯ মে থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়, যার এজাহারভুক্ত আসামি ছিলেন টিটু।