কর্ণফুলীতে নোংরা পরিবেশে শুঁটকি উৎপাদন

৩৫ হাজার টাকা জরিমানা

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে নোংরা পরিবেশে শুঁটকি উৎপাদনের অভিযোগে ৬জনের বিরুদ্ধে পৃথক ৪ মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এসময় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জালও জব্দ করা হয়। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট শাহীনা সুলতানার নেতৃত্বে উপজেলার ব্রীজঘাট ও চরপাথরঘাটা এলাকায় গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কোল্ড স্টোরেজ, বরফকল, শুঁটকি পল্লীতে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার শাহিনা সুলতানা জানান, মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। তাছাড়া এ সময়ে বরফকল বন্ধ রাখার নিয়ম থাকায় বরফকলগুলোতেও অভিযান চালানো হয়েছে। তবে এ সময় কলগুলো বন্ধ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধজন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা আনোয়ারা
পরবর্তী নিবন্ধসুন্দর সমাজ প্রতিষ্ঠায় সকলকে আত্মনিয়োগ করতে হবে