কর্ণফুলীতে নৈশপ্রহরীকে রুমে আটকে রেখে একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষের তালা ভেঙে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, সিসিটিভির সংরক্ষণ ডিভাইস (ডিভিআর) ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উকিল আহমেদ জানান, রাতে দুইজন নৈশপ্রহরী ডিউটিতে ছিলেন। চোরের দল প্রথমে তাদের ইউডিসির পাশের একটি কক্ষে আটকে রেখে সচিবের রুমে প্রবেশ করে চুরি চালায়।
তিনি বলেন, “এটি পরিকল্পিত চুরি হতে পারে। তারা শুধুমাত্র আমার কক্ষেই ঢুকে কম্পিউটার ও সিসিটিভি ডিভাইস নিয়ে গেছে। অন্য কিছু ক্ষতি না করলেও সিসিটিভি টার্গেট করায় বিষয়টি সন্দেহজনক।”
শিকলবাহা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “চুরির ঘটনায় পুলিশকে জানানো হয়েছে।”
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাতে উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদে চুরি করতে এসে জনতার হাতে একজন আটক হয়েছিলেন।