কর্ণফুলীতে পৃথক দুটি নৌযান ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উদ্ধার হওয়া এসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
গত ১৫ ফেব্রুয়ারি ভোরে ঘন কুয়াশার কারণে কর্ণফুলীর মোহনায় মালবাহী কার্গোবোটের সাথে একটি জাহাজের সংঘর্ষ হয়। এতে নিখোঁজ ৩ জনের মধ্যে ২ জনের লাশ গতকাল বৃহস্পতিবার সকাল ও দুপুরে কর্ণফুলী নদীর ১৮নং ঘাট এলাকায় ভেসে উঠলে তাদের স্বজনরা উদ্ধার করেন। এরা হলেন- কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা সবজি বিক্রেতা আবুল কাশেম (৫৫) ও দক্ষিণ ধ্রুং কুতুবদিয়ার বাসিন্দা বোটের মাঝি সাইদুল করিম (২৫)। তবে ওই ঘটনায় নিখোঁজ মো. হোসেনের (৫৫) লাশ এখনো পাওয়া যায়নি। অপরদিকে গত মঙ্গলবার সকাল ৯টায় কর্ণফুলী নদীর ১২নং ঘাটে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দক্ষিণ শাহমিরপুর এলাকার বাসিন্দা নাহিয়ান আল ফারুক অভির (২২) লাশ গতকাল দুপুর ১২টায় ভেসে উঠলে স্থানীয় উদ্ধার করেন। কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।