কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় নিখোঁজের একদিন পর মো. জিহাদ নামে দশ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গত রোববার দুপুরে চরলক্ষ্যার ৩নং ওয়ার্ডের শাহ আলম মেম্বারের বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিহাদ ওই এলাকার মৃত আব্দুল নবির ছেলে। বাবা মারা যাওয়ার পর মা ছেনু আক্তারই তাকে লালনপালন করছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৪টার পর থেকে নিখোঁজ ছিল জিহাদ। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
শিশুটির মা ছেনু আক্তার জানান, তার ছেলে মৃগীরোগে আক্রান্ত ছিল। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। নিখোঁজের একদিন পর রোববার পুকুরে তার মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।