কর্ণফুলীতে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

৮০ লিটার চোলাই মদ জব্দ, লাখ টাকা উদ্ধার

কর্ণফুলী প্রতিনিধি  | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও মাদক বিক্রির ১ লাখ ১৩ হাজার ৭০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গত রোববার রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর নুরচ্ছফার বসতঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মো. মিজানুর রহমান। গ্রেপ্তাররা হলেন ইছানগর এলাকার নুরচ্ছফার স্ত্রী লাকী আক্তার (৩০), চরপাথরঘাটা ৮ নং ওয়ার্ডের আবুল বাশারের ছেলে মো. হাসান (৩৫), একই ওয়ার্ডের আব্দুল মোতালেবের ছেলে মো. সৈকত (২৩)। পুলিশ জানায়, যৌথ বাহিনীর অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বন বিভাগের অভিযানে বন্দুক উদ্ধার