চট্টগ্রামের কর্ণফুলীতে আয়েশা আক্তার (৪৮) নামে এক নারীকে প্রাণনাশের হুমকির অভিযোগে কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী নারী। যার জিডি নং -৭১১।
জিডিতে অভিযুক্ত ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন -কর্ণফুলীর জুলধা ডাঙারচর গ্রামের দেলোয়ার (৩৫), সুমন (৩০), ফারুক (২৫) এবং আজম আলী (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।
জিডিতে উল্লেখ করা হয়, আয়েশা আক্তার ডাঙারচর গ্রামের শামসুল হকের মেয়ে। গত ৮ অক্টোবর দুপুরে বাদীর অসুস্থ ভাইকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ডাঙারচর ৫ নম্বর ঘাটে পৌঁছালে অভিযুক্ত অশালীন গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় গত ১৪ অক্টোবর ভুক্তভোগী আয়েশা আক্তার তার ও পরিবারের সদস্যের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন।
ওসি মনির হোসেন বলেন, ‘নারীকে হুমকির বিষয়ে থানায় জিডি হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’