চট্টগ্রামের কর্ণফুলীতে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি মইজ্জ্যারটেক থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনো তালাবাহানা শুনতে চাই না। আজ দেশে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে।
এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সানাউল্লাহ মির্জা, মুখপাত্র মাহবুবা ইরা,সংগঠক ইমরান হোসেন তারা,সিরাজুল ইসলাম, বর্ষা ,নূর মোহাম্মদ দৌলত,মোহাম্মদ হানিফ প্রমুখ। সঞ্চলনায় ছিলেন দক্ষিণ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোহাম্মদ জাবেদুল ইসলাম।