কর্ণফুলীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ মা-ছেলে গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫৪ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে দেড় কোটি টাকার ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর একটি টিম। তারা হল দৌলতপুর (মীর বাড়ির) ১ নম্বর ওয়ার্ড বড় উঠান এলাকার মৃত মাহমুদুল হকের স্ত্রী শামসুন নাহার (৫৫) ও তার পুত্র এরফানুল হক মারুফ। গতকাল সোমবার দুপুরে কর্ণফুলী থানাধীন বড়ওঠান এলাকার নিজ বসতঘর থেকে ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই বাড়িতে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মা-ছেলে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে বসতঘরের খাটের নিচে সিলভারের পাতিলের ভিতর সুকৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, র‌্যাবের অভিযানে আটককৃত দুইজনকে থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণের দাম নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
পরবর্তী নিবন্ধফ্ল্যাটে আটকে রাখা দুই কিশোরী উদ্ধার