কর্ণফুলীতে দুরন্ত দুর্বারের পিঠা উৎসব

| বুধবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা পুরনো ব্রীজঘাট চত্বরে সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে স্থানীয় বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের তৈরি করা প্রায় ১০০ পদের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। গত ৩১ জানুয়ারি সংগঠনের সভাপতি লায়ন মো. রমজান আলী রমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী। প্রধান বক্তা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খাঁন তালাত মাহমুদ রাফি। প্রধান অতিথি বলেন, বাঙ্গালির চিরায়ত ঐতিহ্য পিঠা উৎসব। তিনি এ ধরণের ঐতিহ্য উজ্জীবনকারী কর্মসূচি উদযাপন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। পিঠা উৎসব স্টলে আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল, বর্ণমালা হাতেখড়ি স্কুল, আজিমহাকিম স্কুল, আছিয়া মোতালেব রিজিয়া নাছরিন উচ্চ বিদ্যালয়, আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ, স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল এবং চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হাতে তৈরি শতাধিক পদের পিঠা নিয়ে অংশ গ্রহণ করেন। দুরন্ত দুর্বারের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উৎসবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ, মির্জা মো. বাহার উদ্দিন, এম এ সালাম, ইঞ্জিনিয়ার মির্জা মোহাম্মদ ইসমাইল, শফিক আহমেদ সাজীব, লায়ন এম, মুছা সিকদার, মোরশেদ নূর, অধ্যক্ষ মনজুর আলম, জালাল উদ্দীন রোকন, রাজু আহমেদ আবদুস ছবুর, লায়ন মো. ফারুক, ওমর ফারুক রানা, আশরাফ আলী মুন্না, জয়নাল আবেদীন, আলী আকবর,আরাফাত রিয়ান, মনছুর আলম মুরাদ, ইমরান হোসেন তারা, সাইফুর রহমান আরিফ প্রমুখ।শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অব গ্রিন হিলস্‌ চিটাগাং এর সভা
পরবর্তী নিবন্ধদেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষায় সকলকে কাজ করতে হবে