কর্ণফুলীতে সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আজিম হাকিম স্কুল এণ্ড কলেজ মাঠে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুরন্ত দুর্বারের সভাপতি আবদুল মালেক রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী।
এতে অন্যান্যদের মাঝে এসময় বক্তব্য রাখেন এম.এম এরশাদ, প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার হাফেজ আহমেদ, শাহজাহান ফারুকী, মাষ্টার আলী আহমদ, এম.এ মারুফ, মির্জা মোহাম্মদ বাহার, হায়দার আলী রনি, বোরহান উদ্দীন ফারুকী, এম. এ সালাম, মির্জা মোঃ ইসমাঈল, কামাল আহমেদ রাজা, মো. সেলিম হক, ফরিদ জুয়েল, জলিল আহমদ, এম. মুছা সিকদার প্রমুখ।












