কর্ণফুলীতে তেল শুক্কুরের সহযোগী সেলিম মেম্বারসহ গ্রেপ্তার ২

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:১১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে চোরাই তেল সিন্ডিকেটের অন্যতম হোতা আলোচিত তেল শুক্কুরের অন্যতম সহযোগী মোহাম্মদ সেলিম মেম্বার (৪১) সহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর একটি টিম। গ্রেপ্তার সেলিম উপজেলার জুলধা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

গত রোববার সন্ধ্যায় জুলধা মাতব্বর ঘাট এলাকার এইচটিভি ব্রিক ফিল্ডের পাশ থেকে যৌথবাহীনির একটি টিম তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার অপরজন হলেন মহানগরীর আবুল কালাম আজাদ প্রকাশ আবু (৪০)। তিনি তেল শুক্কুরের সহযোগী এবং সেলিম মেম্বারের ব্যবসায়িক পার্টনার বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতা সেলিম কর্ণফুলী নদীর চোরাই তেল সিন্ডিকেটের আলোচিত তেল শুক্কুরের অন্যতম সহযোগী। তিনি তেল শুক্কুরের সাথে দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদীর বিভিন্ন চোরাই তেল কেনা বেচার সাথে জড়িত রয়েছেন।

পুলিশ জানায়, যৌথবাহিনী সেলিম মেম্বারকে কোতোয়ালী থানার একটি মামলায় গ্রেপ্তার করেছে। কিন্তু তার সহযোগী আবুকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট করেনি পুলিশ।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, যৌথবাহিনীর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাইফুলের খুনিদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদদের প্রোপাগান্ডার প্রতিবাদ হেফাজতের