কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে বালু বিক্রির অভিযোগ রয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বানিগ্রাম এলাকার আবুল বশরের ছেলে মো. আরিফ (২২), আনোয়ারা উপজেলার চাতরী এলাকার আলমগীরের ছেলে মো. আসিফ (১৯) এবং চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শামুকছড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে মো. পারভেজ (২০)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান। তিনি জানান, শিকলবাহা ক্রসিং এলাকায় অবস্থিত একটি বালু সেলস সেন্টার থেকে অবৈধভাবে বালু বিক্রির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মহানগর অধ্যাদেশ আইনে মামলা দায়ের শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












