চসিক নির্বাচনে ইসলামিক ফ্রন্ট মনোনীত মেয়র প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ বলেছেন, কর্ণফুলী নদীতে নিয়মিত ড্রেজিংয়ের অভাবে একদিকে বালি এসে ভরাট হয়ে যায়, অপরদিকে পার্শ্ববর্তী এলাকায় চর গজে উঠে। ফলে নদীর নাব্যতা সুরক্ষিত থাকে না। এছাড়া বন্দরে পণ্য উঠানামার ক্ষেত্রে বিঘ্নতা সৃষ্টিসহ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। নির্বাচিত হলে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে কর্ণফুলীতে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা হবে।
গতকাল বুধবার চসিক তিনি বন্দর থানা এলাকার সিমেন্ট ক্রসিং, বলির পাড়া ও নিমতলা এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, শাহেদ আলী, মাওলানা জিয়াউল হক বিপ্লবী, মুহাম্মদ তৌহিদ, দিদারুল আলম, আবুল হাশেম মুহাম্মদ রাশেদ, মুনির উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।