কর্ণফুলীতে ‘ডেভিল অভিযানে’ ডা. মুজিব গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ২৮ মে, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ডা. মীর মুজিবুর রহমান (৫৪) গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাত ৯টার দিকে শিকলবাহা মাষ্টারহাট বাজারের একটি দোকান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘পুলিশের নিয়মিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ ডা. মুজিব শিকলবাহা এলাকার এহসান আলী মাষ্টার বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের ঘটনার পর কর্ণফুলীতে নতুন করে কোনো মামলা হয়নি, থানা ভাঙচুরও ঘটেনি। তবে মইজ্জারটেক চেকপোস্টে গাড়ি পোড়ানো ও পুলিশের উপর হামলার ঘটনায় করা মামলায় ইতিমধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তারকৃতদের অনেকেই মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন না, কিন্তু পদধারী হওয়ায় পুলিশের তালিকায় পড়ে যান। পুলিশ জানিয়েছে, বড় নেতারা ধরা না পড়ায় অভিযান বাধাগ্রস্ত হচ্ছে, তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পুলিশের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজামায়াত নেতা আজহারুল ইসলাম কারামুক্ত