কর্ণফুলীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ডাকাতির আলামতসহ চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে কর্ণফুলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ওই চারজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিকলবাহার ৩নং ওয়ার্ড গোদার পাড়া এলাকার আজিজুর রহমান (১৯), ১নং ওয়ার্ডের আকিব হাছান প্রকাশ রাকিব (১৯), একই এলাকার মো. মহিন (১৮) এবং ৩নং ওয়ার্ডের লিয়াকত আলী (২৬)

গতকাল সোমবার সন্ধ্যায় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে কর্ণফুলীর বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পরিত্যক্ত ঘরে মিলল বন্দুকসহ ধারালো অস্ত্র, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধমির্জাপুর উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ