কর্ণফুলীতে গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর। নিহত মোটরসাইকেল আরোহীর নাম খোরশেদুল আলম জনি (৪২)। তিনি আনোয়ারা উপজেলার বটতলি এলাকার বাসিন্দা আবু হেনার ছেলে। এসময় আরেক মোটরসাইকেল আরোহী জয়নাল সামান্য আহত হলেও ভাগ্যক্রমে তিনি বেঁচে যান।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের পটিয়া হাইওয়ে ক্রসিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শহর থেকে মোটরসাইকেল যোগে আনোয়ারায় নিজ বাড়িতে ফিরছিল জনি ও জয়নাল। এসময় পটিয়া ক্রসিং এলাকায় পৌঁছালে মীরসরাই থেকে বাঁশখালীগামী গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থেকে জনি ও জয়নাল রাস্তার দু’পাশে ছিটকে পড়ে জনি ট্রাকের চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর আরোহী জয়নাল সামন্য আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, দুর্ঘটনার পর ট্রাক ও গাড়ীর এক হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।