কর্ণফুলী নদীতে তেলের ট্যাংকারকে ধাক্কা দিয়ে ডুবে গেছে পণ্যবাহী একটি লাইটার জাহাজ।
আজ সোমবার (২১ জুন) রাত পৌনে ৮টার দিকে জুটর্যালি ঘাটের অদূরে ‘এমভি রুহুল আমিন খান’ ডুবে যায় বলে জানিয়েছেন নৌ পুলিশের ওসি মিজানুর রহমান। বিডিনিউজ
তিনি বলেন, “পণ্য নামাতে জুটর্যালি ঘাটের দিকে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ‘ওটি মিক হৃদয়-১’ নামে তেলের ট্যাংকারের গায়ে ধাক্কা দিয়ে লাইটারটি ডুবে যায়। নদীর সদরঘাট অংশে এ ঘটনায় লাইটারে থাকা ৪-৫ জন ক্রু নৌকায় করে তীরে উঠেছে। কেউ নিখোঁজ আছে কি না তা তল্লাশি করা হচ্ছে।”
ডুবে যাওয়া লাইটারটিতে কী পণ্য ছিল তা জানাতে পারেনি নৌ পুলিশ।
নদীর সদরঘাট অংশে এ ঘটনা ঘটায় চট্টগ্রাম বন্দরে নৌ যান চলাচলে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি।