কর্ণফুলীতে টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং, জরিমানা

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ৫:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে টাস্কফোর্স কমিটির মাধ্যমে বাজার মনিটরিং করেছে প্রশাসন।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শিকলবাহা কলেজ বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় করার লক্ষ্যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও অস্থিতিশীল করতে না পারে তারই লক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

এ সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ন্যায্যমূল্যে পণ্যসামগ্রী বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন বাজার মনিটরিং টিম।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, বিভিন্ন দোকান মালিককে আর্থিক দন্ড