কর্ণফুলী নদীতে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া কিশোর শ্রমিক রিয়াদুল হক জিসান (১৬)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে নিখোঁজের প্রায় ৭৭ ঘণ্টা পর কর্ণফুলী নদীর বিএসসি ৯ নম্বর ঘাট এলাকায় স্থানীয় জেলেদের জালে ভেসে ওঠে তার মরদেহ। এর আগে গত রবিবার বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় মাছ লোড ও আনলোডের কাজ করার সময় রি–রিসোর্স গ্রুপের একটি জাহাজ থেকে পড়ে নিখোঁজ হয় জিসান।
নিহত জিসান কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর আজিমপাড়া এলাকার মো. হেলালের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক সুমন এবং জিসানের ফুপাতো বোনের জামাই মো. রুবেল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রি–রিসোর্স গ্রুপের মুখপাত্র ও এস্টেট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র দে বলেন, ‘নিখোঁজ জিসানের মরদেহ বুধবার রাতে উদ্ধার করা হয়েছে। দাফন–কাফনসহ সব ধরনের সহযোগিতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করা হবে।’
এ বিষয়ে সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ‘মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’











