কর্ণফুলীতে জেলেদের জালে মিলল নিখোঁজ শ্রমিকের মরদেহ

কর্ণফুলী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:০৭ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে জাহাজ থেকে পড়ে নিখোঁজ হওয়া কিশোর শ্রমিক রিয়াদুল হক জিসান (১৬)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত আনুমানিক ৯টার দিকে নিখোঁজের প্রায় ৭৭ ঘণ্টা পর কর্ণফুলী নদীর বিএসসি ৯ নম্বর ঘাট এলাকায় স্থানীয় জেলেদের জালে ভেসে ওঠে তার মরদেহ। এর আগে গত রবিবার বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় মাছ লোড ও আনলোডের কাজ করার সময় রিরিসোর্স গ্রুপের একটি জাহাজ থেকে পড়ে নিখোঁজ হয় জিসান।

নিহত জিসান কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর আজিমপাড়া এলাকার মো. হেলালের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল হক সুমন এবং জিসানের ফুপাতো বোনের জামাই মো. রুবেল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিরিসোর্স গ্রুপের মুখপাত্র ও এস্টেট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র দে বলেন, ‘নিখোঁজ জিসানের মরদেহ বুধবার রাতে উদ্ধার করা হয়েছে। দাফনকাফনসহ সব ধরনের সহযোগিতা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে করা হবে।’

এ বিষয়ে সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, ‘মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধসরবরাহ বাড়ায় পাইকারিতে কমছে ভোজ্যতেলের দাম
পরবর্তী নিবন্ধআটলান্টিকে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র