কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় জুয়া খেলার সময় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা সবাই ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলমের বরাতে থানার অপারেশন অফিসার নুরুল ইসলাম জানান, গত রোববার রাতের ঘটনা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জহুর আহমদ (২৮), সকির আহমদ (৩৮), শহিদুল ইসলাম (৩৫), ফারুক আহমদ (৩২), কায়ছার উদ্দিন (৩০), মো. মিজান (৩৫), পেয়ার আহমদ (৩২), মো. রনি (৩০) এবং মো. ফারুক (৩৮)।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নগদ ৪৫০ টাকা ও দুই বান্ডেল জুয়া খেলার তাস উদ্ধার করা হয়। নুরুল ইসলাম বলেন, জুয়া খেলার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করে। তিনি আরও জানান, রাতে গ্রেপ্তার হলেও আদালতের মাধ্যমে তারা জামিনে মুক্তি পেয়েছে।












