কর্ণফুলীতে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকায় বৃহস্পতিবার রাতে একটি লোহার ব্রিজের নিচে বসে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, একই সামির উদ্দিন (৩০), নুর উদ্দিন (২৬), মো. রিদওয়ান (৩৪) ও মো. জসিম।
তাদের কাছ থেকে জুয়া খেলার তাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ দেখে এ চার জুয়াড়ি পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, গত বৃহস্পতিবার রাতে চার জুয়াড়িকে আটকের পর গতকাল শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।












