চট্টগ্রামের কর্ণফুলীতে পৃথক দুটি অভিযানে জুয়া খেলার অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে এগারোটা এবং রবিবার (২৬ জানুয়ারি) দুপুর দেড়টার টার দিকে শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তারকৃতরা হলেন – মোঃ জাহিদ হাসান (২৯), মোঃ হেলাল (৩০), মোঃ রবিউল ইসলাম (২৪), মোঃ জামসেদ (২৮), মোঃ নুর হোসেন (৩২), মোঃ ফারুক (৩০), হুজ্জাদ ইসলাম (২৬), ইরফানুল ইসলাম (২৫), মোঃ সাজ্জাদ হোসেন (২৬), খোরশেদ আলম (২৭), মোঃ নজরুল ইসলাম (৩০), আব্দুর রহমান (২৬), দিদারুল আলম (৩৪), মোঃ আব্দুর রহমান (২৮), মোঃ জাহাঙ্গীর (৪০)। তারা কর্ণফুলী উপজেলাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা।
জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার শিকলবাহা (দুই নম্বর ওয়ার্ড) আহসানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮জনকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে আজ রবিবার দুপুর দেড়টার দিকে একই ইউনিয়ন থেকে জুয়া খেলা অবস্থায় আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন পৃথক অভিযানে জুয়া খেলার অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।