কর্ণফুলীতে জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিপ সি ডকে ৫ মাসে একই জেলার তিনজনের মৃত্যু

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১২ অক্টোবর, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীর ডিপ সি ডক এলাকা থেকে মো. সোহেল (৩০) নামে এক জাহাজ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত সোহেল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মো. ছৈয়দের ছেলে। তিনি ডকে তোলা একটি জাহাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, সকালে খবর পেয়ে নৌ পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

এদিকে, এর আগে গত ০২ জুন একই এলাকার এফবি ‘সী হার্ট১’ নামের জাহাজে ২ শ্রমিকের রহস্যজনক মৃত্যু ঘটে। তাদের বাড়িও ছিল নোয়াখালীতে। সদ্য নিহত সোহেলের গ্রামের বাড়িও একই জেলার হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবর মাসে এমন বৃষ্টি কেন, এটা কতটা স্বাভাবিক
পরবর্তী নিবন্ধটেকনাফের পাহাড়ে অভিযান, তিন অপহরণকারী গ্রেপ্তার