কর্ণফুলীতে জাহাজ থেকে পড়ে কিশোর শ্রমিক নিখোঁজ

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৪:৪২ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে জাহাজ থেকে পড়ে মো. রিয়াদুল হক জিসান (১৬) নামে এক কিশোর শ্রমিক নিখোঁজ হয়েছে। ঘটনার ২ দিন পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। গত রোববার বিকেল ৪টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সংলগ্ন রিরিসোর্স ঘাটে এ ঘটনা ঘটে। একই ঘটনায় সাদ্দাম (২৪) নামে আরেক শ্রমিক নদীতে পড়লেও তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। নিখোঁজ শ্রমিক রিয়াদুল হক জিসান কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর আজিমপাড়া গ্রামের মো. হেলালের ছেলে। জিসান রিরিসোর্স গ্রুপের মাঝির আওতায় শ্রমিক হিসেবে কাজ করতো বলে জানা যায়।

ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ উদ্ধার কার্যক্রম চালালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার রাত ৮টা) তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিরিসোর্স গ্রুপের জাহাজ এফবি এগ্রো ফুডএ মাছ লোড ও আনলোডের কাজে বিকেলে একাধিক শ্রমিক কাজে নিয়োজিত ছিলেন। এ সময় মই ব্যবহার করে এক জাহাজ থেকে অন্য জাহাজে ওঠানামার সময় অসাবধানতাবশত জিসান ও সাদ্দাম পা পিছলে নদীতে পড়ে যান। দ্রুত সাদ্দামকে উদ্ধার করা সম্ভব হলেও জিসান নদীর স্রোতে তলিয়ে যান।

নিখোঁজ জিসানের পিতা মো. হেলাল উদ্দিন বলেন, আমার ছেলেকে কোরআনে হাফেজ বানাতে চেয়েছিলাম। আমরা কাজে যেতে বারণ করলেও সে অনুমতি না নিয়ে কাজে চলে গেছে। বর্তমানে সে নিখোঁজ রয়েছে। রিরিসোর্স গ্রুপের মুখপাত্র ও এস্টেট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র নাথ বলেন, ছেলেটি মাঝির আওতায় কাজ করছিল এখন নদীতে নিখোঁজ রয়েছে। আমরা উদ্ধারকাজ অব্যাহত রেখেছি।

এ ব্যাপারে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিখোঁজ ওই শ্রমিককে এখন পর্যন্ত পাওয়া যায়নি। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিগত নির্বাচনে শুধু কমিশন নয় সব প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে
পরবর্তী নিবন্ধদেশকে পেছনে নিয়ে যাওয়ার চক্রান্ত রয়েছে : ফখরুল