চট্টগ্রাম বন্দর চ্যানেল সংলগ্ন কর্ণফুলী নদীতে কন্টেনারবাহী জাহাজ এবং দেশীয় বাল্কহেডের সংঘর্ষ হয়েছে। এতে বালুবাহী বাল্কহেডটি ডুবে গেছে। তবে ডুবে যাওয়া নৌযান থেকে তিনজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের অদূরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, পানামার পতাকাবাহী কন্টেনারবাহী জাহাজ এমএসসি জিয়ানিনা এবং অনিমা সাইমা–২ নামে একটি বাল্কহেডের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জিয়ানিনা জাহাজটি বন্দরের জেটি থেকে বর্হিনোঙ্গরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) টাগবোট কান্ডারী–১ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া বাল্কহেড থেকে তিনজনকে উদ্ধার করেছে। ওই বাল্কহেডের ধ্বংসাবশেষের স্থান একটি লাল বয়া দ্বারা চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে সেখানে সার্বক্ষণিকভাবে একটি স্পিডবোট রাখা হয়েছে, যাতে সেটি বাল্কহেডের ধ্বংসাবশেষের অবস্থান অন্যান্য জাহাজকে জানাতে পারে।
তিনি আরো বলেন, ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধারে লিফটিং ভ্যাসেল বিএলভি আলী, চ্যানেল টাগ ও জরিপ জাহাজ ‘জরিপ ৯’ সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। তাই জরুরি ভিত্তিতে বাল্কহেডের মালিককে সেলভেজ করে নিরাপদ স্থানে নৌযানটি সরিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে। দুর্ঘটনার কারণে বন্দরে জাহাজ চলাচলে সমস্যা হয়নি। গতকাল মঙ্গলবার বন্দর জেটিতে ১২টি জাহাজ নিরাপদে আসা–যাওয়া করেছে বলে জানান বন্দর সচিব।