আগামীতে সব ধরনের নির্বাচনে কর্ণফুলী উপজেলায় প্রতিনিধিত্ব করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার কর্ণফুলী গার্ডেন কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী বাংলাদেশ কর্ণফুলী শাখার আয়োজিত কর্মী সমাবেশে এ ঘোষণা দেন বক্তারা।
কর্ণফুলী জামায়াতে ইসলামীর আমীর মনির আবসার চৌধুরীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন।
সমাবেশে বক্তারা বলেছেন, গরীব দুঃখী, অসহায় মানুষের সেবা করার জন্য জামায়াতে ইসলামী রাজনীতি করে। দেশের চলমান পরিস্থিতিতে নাশকতা ঠেকাতে প্রতিটি মন্দিরে তাঁরা পাহারা দিয়েছেন। সবাই এ দেশের নাগরিক তাই মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করতে অনুরোধ করছি।
বক্তারা আরো বলেন, আমরা পুলিশের প্রতিদ্বন্দ্বী নই। ওরা আমাদের বন্ধু। কিছু দুষ্কৃতকারীদের নির্দেশ পালন করতে গিয়ে তারা হয়তো কিছু অনিয়ম করেছে। পুলিশকে বন্ধু হিসেবে নেবেন। তাদের সন্তানকে নিজের সন্তান মনে করবেন। তাদের কাজে সহযোগিতা করবেন। ভারতের সাথে আমাদের শত্রুতা নেই। কিন্তু তাঁদের কিছু আচরণে আমরা মনক্ষুণ্ন হই।
জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের লোকদের প্রতি আপনারা অত্যাচার- অবিচার করবেন না। বিএনপি আমাদের বন্ধু। তবে কেউ নাশকতা হত্যাকাণ্ড চালাতে চাইলে তাঁদের প্রতিহত করা হবে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।
কর্ণফুলী জামায়াতে ইসলামীর সেক্রেটারি নূরউদ্দিন জাহাঙ্গীরের সঞ্চলনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, প্রান্তিক জনগোষ্ঠী সম্পাদক মাওলানা আবুল ফয়েজ, শিক্ষা সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানি, কর্ণফুলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ হারুন, ইলিয়াস মেম্বার, ডা. মুবিনুল হক, ইঞ্জিনিয়ার ইয়াছিন, সাখাওয়াত বেলাল, ছিদ্দিক আহমেদ, জিয়াউর রহমান, মোস্তফা আল মাহমুদ ইমরোজ, ডা. ইলিয়াস, মাওলানা মু. মুছা, মো. আক্কাস, আরিফ, ইব্রাহিম, মুছা, মহিউদ্দিন, দিদারুল ইসলাম দিদার প্রমুখ।