কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সামাজিক সংগঠন জাগরণী সংঘের সুবর্ণজয়ন্তী। ঐতিহ্য, গৌরব, সংগ্রাম, সাফল্যের প্রতীক এ সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী চরপাথরঘাটা এলাকায় অনুষ্ঠিত হয় সুবর্ণজয়ন্তীর এ উৎসব।
অনুষ্ঠানের সূচনা হয় স্বাগত র্যালি ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। পরে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ শাহাজাহান ফারুকী। তিনি বলেন, এই দীর্ঘ ৫০ বছরে এ সংগঠন ঐক্য ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে যে ভূমিকা রেখেছে, তা আমাদের গর্বের বিষয়। সুবর্ণজয়ন্তীর এ আয়োজনে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করায় সকলকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রহিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর এলিট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব লায়ন এম.এন. ছাফা। সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল খাঁনের সঞ্চলনায় এতে প্রধান বক্তা ছিলেন জাগরণী সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এম.এম. এরশাদ। অতিথি ছিলেন, চরপাথরঘাটা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের। এতে বিশেষ অতিথি ছিলেন জাগরণী সংঘের সাবেক সভাপতি মাস্টার মোহাম্মদ সাইফুদ্দিন মানিক এবং দেলোয়ার হোসাইন। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান, সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে অর্ধশতকের জাগরণ নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক এবং পুরষ্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।












