কর্ণফুলীতে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, থানায় মামলা

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৫:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় চারজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইছানগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন এস এম ফয়সালের ছেলে শেখ মোহাম্মদ নেওয়াজ (১৬), ফয়সালের ভাতিজা সিরাজুল মনির (২০), প্রতিপক্ষের মৃত হাছান আলীর ছেলে সালাউদ্দিন (৪০) এবং আব্বাস উদ্দিন (৩৫)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এস এম ফয়সাল বাদী হয়ে কর্ণফুলী থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা নং-১৯।

আসামিরা হলেন মৃত হাছান আলীর ছেলে আব্বাস উদ্দিন (২৬), সাহাব উদ্দিন (৪৮), নুর উদ্দিন (৪৬), সালাউদ্দিন (৪৩) এবং সাহাব উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান ওরফে আসিফ (২০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার দিন বিবাদীরা এস এম ফয়সালের দখলীয় জায়গায় প্রবেশ করে বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলে এবং শ্রমিকদের মারধর করে ৫০ হাজার টাকার নির্মাণ সামগ্রী নষ্ট করে। বাধা দিতে গেলে শেখ মোহাম্মদ নেওয়াজ ও সিরাজুল মনিরের মাথায় কিরিচ দিয়ে কোপ মারে। এছাড়া বাদী ফয়সালকে মারধর ও তার স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। আসামিরা ফয়সালকে মামলা তুলে নিতে হুমকি দেয় বলেও অভিযোগ করেছেন তিনি।

অপরপক্ষের বক্তব্যে আব্বাস উদ্দিনের বড় ভাই শামসুদ্দিন বলেন, ফয়সালরা জোরপূর্বক জমি দখল করতে চাইলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তার দুই ভাইও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা মামলা করবেন কি না, তা পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং একটি পক্ষ মামলা করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে তিন ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসিএমপির বিশেষ অভিযানে আরও ৫৪ জন গ্রেফতার