কর্ণফুলীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ১৫ নভেম্বর, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে মো. ফয়সাল (২৩) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রজু করে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ফয়সাল জুলধা ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মাবুদের ছেলে। পুলিশের দাবি ফয়সাল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, ফয়সাল নামে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএস এম মোস্তফা
পরবর্তী নিবন্ধআজ আলিয়ঁস ফ্রঁসেজে পাঁচ শিল্পীর চিত্র প্রদর্শনী শুরু