চট্টগ্রামের কর্ণফুলীতে সাদেকুর রহমান (২৪) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৬ জুন) সকালে শিকলবাহা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তার সাদেকুর রহমান শিকলবাহা (৪নম্বর ওয়ার্ড) আদর্শপাড়া গ্রামের রাজার বাপের বাড়ীর আবু তৈয়বের ছেলে।
সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে পুলিশ জানায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয় বলে ওসি মুহাম্মদ শরীফ জানান৷