চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সদস্য তাসকিন সাকিবকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ। গ্রেপ্তার এমদাদুল হক সাকিব প্রকাশ তাসকিন সাকিব চরলক্ষ্যা আশকর আলীর বাড়ির মো. ইদ্রিসের ছেলে।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, অভিযান চালিয়ে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।