চট্টগ্রামের কর্ণফুলীতে মোঃ সালাউদ্দিন (২৮) নামে এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তার সালাউদ্দিন উপজেলার বড়উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর গ্রামের রাজ্জাক পাড়া এলাকার মোঃ ইব্রাহীমের ছেলে।
সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী, একাধিক মামলার আসামি, কিশোর গ্যাং লিডার ও কেইপিজেডে গাছ কাটাসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। তবে তার সত্যতা যাচাই-বাছাই করার চেষ্টা চলছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সালাউদ্দিন নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার কথা শুনেছি। তবে পদ-পদবিসহ মামলার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।