কর্ণফুলীতে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এবং হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি ইমরান হোসেন বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুইদিন আগেও তার বিরুদ্ধে রুজুকৃত একটি মামলার বাদীকে হত্যার হুমকি দেয়ায় কর্ণফুলী থানায় জিডি রেকর্ড করা হয়েছে। গত রাত সাড়ে এগারোটার দিকে নগরীর খুলশী এলাকা থেকে কর্ণফুলী থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে। কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমান গ্রেপ্তারের তথ্যটি আজাদীকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ইমরান হোসেন বাবলু চরলক্ষ্যা ইউপির ৬ নম্বর ওয়ার্ড গোয়ালপাড়া এলাকার আবদুল মোনাফ বাড়ির রেজাউল করিমের ছেলে।

পুলিশ জানায়, বাবলু একটি চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে হত্যাসহ আরো বেশ কয়েকটি মামলা ও জিডি রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসমাজসেবক কাজি সাইফুদ্দিন আফতাবের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধঢাবির ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর থেকে