কর্ণফুলীতে চেক প্রতারণা মামলায় যুবক গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে চেক প্রতারণা মামলায় মো. ফোরকান (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকিল।

এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর পতেঙ্গা এলাকা থেকে ফোরকানকে গ্রেপ্তার করা হয়। তিনি কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর বাদামতল এলাকার মৃত ইসমাইলের ছেলে।

পুলিশ জানায়, ফোরকানের বিরুদ্ধে একাধিক চেক প্রতারণার মামলা রয়েছে। এর মধ্যে দু’টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই শাকিল বলেন, “চেক প্রতারণার দুটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা মূলে ফোরকানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।”

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড পৌরসদর এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ভেজাল জর্দা তৈরির কারখানা সিলগালা